কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবে বিশ্বের ১২০টি দেশের প্রতিযোগিদের নিয়ে প্রথমবারের মতো দেশটির মদিনা মনোয়ারায় অনুষ্ঠিত হয়ে গেল ৪০তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে হাফেজ হুসাইন আহমদ।
প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করে সে। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় ১০ অক্টোবর বুধবার রাতে। প্রতিযোগিতার সমাপনী পর্বে মদিনার মসজিদে নববীতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বাদশাহ আব্দুল আজিজ’ শিরোনামে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি ৪ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
তাজবিদ ও তাফসির সহকারে কুরআন হেফজ, তাজবিদসহ কুরআন হেফজ, তাজবিদসহ ১৫ পারা হেফজ এবং তাজবিদসহ ৫ পারা হেফজ প্রতিযোগিতা হয়। কিশোর হাফেজ হুসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাটের সন্তান। সে বিশ্ববিখ্যাত হাফেজ ও কারি তৈরির প্রতিষ্ঠান রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
উল্লেখ্য যে, হাফেজ ক্বারি নেছার আহমাদ আন-নাছিরি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এ মাদরাসার ছাত্ররা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে সৌদিআরবে ৮বার , মিশরে ৩বার, আলজেরিয়া ২বার, লিবিয়া ১বার, ইরান ৫বার, কুয়েত ২বার, কাতার ১বার, গাম্বিয়া ১বার, বাহরাইন ২বার, দুবাই ৩বার ও জর্দানে ৬বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।