প্রবাস মেলা ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। জনপ্রিয়তার পাশাপাশি কাজও করছেন সমানতালে। প্রতিটি ছবিতে নিজেকে ভাঙার পাশাপাশি তার অভিনয় মুনশিয়ানা দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত। কেবল অভিনয়ে নয়, ব্যক্তি সৌন্দর্য দিয়েও তিনি বুঁদ করে রেখেছেন সবাইকে। সোশ্যাল মিডিয়ায়ও সবসময় সরব জয়া।
প্রায়ই নিজের নতুন নতুন ছবি শেয়ার করে থাকেন তার ভক্ত-অনুরাগীদের জন্য। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নতুন এক ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও শেয়ার করেছেন জয়া। যেখানে এক সাদা টপ আর জিন্স পরে বোল্ড লুকে পোজ দিচ্ছেন জয়া। ইতোমধ্যে ভিডিওটির ভিউজ ছাড়িয়েছে ১ মিলিয়ন।
গত ২৪ জুন কলকাতায় মুক্তি পায় জয়া আহসানের সিনেমা ‘ঝরা পালক’। কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে সিনেমা ‘ঝরা পালক’।
এটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখার্জি। কবির স্ত্রী লাবণ্য প্রভার চরিত্রে অভিনয় করেছেন জয়া। আর নামভূমিকায় অভিনয় করেছেন ব্রাত্য বসু।