প্রবাস মেলা ডেস্ক: বিশ্বজুড়ে একক আবাসন মেলার ধারাবাহিকতার অংশ হিসেবে আমেরিকার নিউইয়র্কে আগামী ২ জুলাই থেকে সপ্তাহব্যাপী আবাসন মেলা শুরু হতে যাচ্ছে। পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেট্স। আগামী ২ জুলাই থেকে ৮ জুলাই, বাংলাদেশ প্লাজা, ৩৭-১৫, ৭৩এসটি, স্যুইট- ২০২, জ্যাকসন হাইট্স, নিউইয়র্ক, ইউএসএ -তে আবাসন মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ।
“এবার হোক-জমিতেই বিনিয়োগ” শ্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা এসেট্স এ মেলায় দিচ্ছে সুবর্ন সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটিতে ৫ (পাঁচ) বছরে আপনার এককালীন বিনিয়োগের তিনগুন প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে ইউএস-বাংলা এসেট্স। প্রতিবছরের ন্যায় এ বছরও ইউএস-বাংলা এসেটস্ আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের জন্য পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে জ্যাকসন হাইট্স এ মেলার আয়োজন করেছে।
আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। এ প্রকল্পে থাকছে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রীণ জোন এবং স্বনামধন্য আন্তর্জাতিক বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর হেড কোয়ার্টারসহ নানাবিধ প্রতিষ্ঠান।
পূর্বাচল আমেরিকান সিটিতে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। ডুপ্লেক্স জোন সম্পর্কে বিস্তারিত মেলা প্রাঙ্গন থেকেই জানা যাবে।
ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এয়ারলাইন্স, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফুটওয়্যার, ইউএস-বাংলা অটোমোবাইলস্, ইউএসবি এক্সপ্রেসসহ আরো নানাবিধ প্রতিষ্ঠান।
বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে আকর্ষনীয় মূল্যে বিভিন্ন সাইজের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে। এছাড়া প্রকল্পে বাউন্ডারি ওয়াল সহ আবাসিক/কমার্শিয়াল/হাসপাতাল/ইন্সটিটিউশন/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ ব্যাংক/ কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/ কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেশন ও হস্তান্তর এর সুযোগ থাকছে।