শিমুল পারভীন:
রবী ঠাকুরের সোনার বাংলা
তোমায় ভালোবাসি।
চিরদিন আমার প্রাণে
এদেশ বাজায় বাঁশি।
নজরুলের বাংলাদেশ
নমোঃ নমোঃ নমোঃ
পৃথিবীর সেরা সে দেশ
চির মনোরম।
জীবনানন্দের, রূপসী বাংলা
ধানসিঁড়িটির তীরে
মনপাখিটা আসে যে তাই
বারে বারে ফিরে।
হিমালয় থেকে সুন্দরবন
হঠাৎ বাংলাদেশ
সুকান্তের ধানের দেশ,
অপরূপ রূপের বেশ।
জসিমউদ্দিনের শ্যামলবরণ
নকশিকাঁথার মাঠে
পদ্মা মেঘনা বয়ে চলে
সোনালি স্রোতের তটে।
অতুল প্রসাদের মোদের গরব মোদের আশা
শহীদের রক্তে কেনা প্রাণপ্রিয় বাংলা ভাষা।
বঙ্গবন্ধুর জয় বাংলার
মন্ত্র সম্মোহন,
বুকের ভেতর সব বাঙালির
অনন্য আসন।
সুনীলের বিষণ্ণ আলোর এই বাংলাদেশ, সাড়ে তিন হাত ভূমি
নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ দিগন্তের প্রান্তর যেন থাকে চুমি।
শামসুর রাহমানের
শ্রাবণে অকুল মেঘনার বুক
কৃষকের হাসি
যেন ফসলের সুখ।
সৈয়দ হকের বাংলা সে যে
আমার পরিচয়।
গর্ব ভরে বলি আমি
জন্মেছি বাংলায়।
আমি জন্মেছি বাংলায়।