প্রেস বিজ্ঞপ্তি: ১৪ মার্চ ২০২১, রবিবার সকাল ১০টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব এর জহুর হোসেন চৌধুরী হল এর ২য় তলায় জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার আয়োজনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর ‘কুপি বাতির গণতন্ত্র’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।