এমদাদুলহক সবুজ:
জাগো সৈনিক নব জাগরণে আপনি হইয়া বলিয়ান,
হাতে নাও শানিত তরবারি খন্ডায়ে কালিমার বিধান।
ন্যায়ের হুংকারে হও আগুয়ান,
পড়াও শৃঙ্খল; যত লুটেরা মাস্তান।
টেলেক্স আর টেলিফোনে আপনার কর্ম ভুলে,
টাকার গোলামী করোনা ন্যায় ঢেলে পদতলে।
ছিঁড়ে ফেলো গোলামীর জিঞ্জীর হোক সে সোনার,
গড়ে নাও ন্যায়কে তুমি দূর্গ তোমার।
ন্যায়ের প্রদীপ জ্বালো তমিশ্র বেদিয়া,
ঝরুক অমৃত ধারা স্বর্গ টুটিয়া।
তোমারই কর্মে সকল তিমির হয়ে যাক দূর,
তবেই সার্থক হবে; মানব জনম তোর।