ক ম জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাঙ্গালির আরাধ্য পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত স্বাধীনতার ৪৮ তম বিজয় দিবস উদযাপন, জাতির বীর সন্তানদের স্মরণ ও নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদিআরব এর অভিষেক অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার রাত দশ ঘটিকায় সৌদি জার্মান হাসপাতাল আছির মিলনায়তনে এই বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবুবকর কামালের সভাপতিত্বে উক্ত সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আজাদ রহমান।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। হাফেজ মো: আনোয়ারের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার সূচনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক ছাত্রনেতা ও যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আবছার। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন আব্দুল মুকিত চৌধুরী (শেলু), এস,এম,জাহাঙ্গীর আলম, মৌলানা আহমদ আলী নঈমী, জাবেদুল আলম, ফারুক রহমান, এম,এ,রহিম ফারুক মাহমুদী, আশরাফ চৌধুরী আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন এইচ,এম,কামাল চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন মোঃ ওমর ফারুক, মোঃ নিজামুল ইসলাম।
বক্তব্য দেন খলিলুর রহমান, আমিরুল ইসলাম, হাসান বাবু, এমদাদ চৌধুরী, রাশেদুল আলম, মোঃ ইমন, মোঃ ইয়াছিন, মোঃ রাশেদ, মোঃ কায়ছার মিঞা, দিদারুল ইসলাম, আমানউল্লাহ, জসিম উদ্দিন, আব্দুল জব্বার, মনির আহমদ, বেলাল হোসেন, ওয়াহেদ আলী ও নসিরউদ্দিন প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধ ও দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিশাল অর্জনের প্রামাণ্যচিত্র প্রদর্শিত করা হয়। বক্তাগণ প্রবাসে মুজিবাদর্শ প্রচার, প্রসারে ভূমিকা ও দেশের উন্নয়নের নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞে শরীক থাকার দৃঢ় প্রত্যয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। নবগঠিত কার্যকরী ও উপদেষ্টা পরিষদের সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অভিষিক্ত ও বরণ করে নেওয়া হয় এবং নতুন নেতৃত্ব তাদের গতিশীল নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিয়ে প্রবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখাও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবে আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটিকে একটি মডেল সংগঠনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবুবকর কামালকে সংগঠনকে গতিশীল করতে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
প্রধান অতিথি প্রবাসীদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের আগামী নির্বাচনে দেশে গিয়ে স্বস্ব নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রার্থীদের সমর্থনে প্রচার ও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সভার সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিসংগ্রামে বীর গাজী, শহীদ ও বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আজকের অনুষ্ঠান সফল করায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন জানান।
মৌলানা মোঃ ইউসুফকে দোয়া মাহফিল পরিচালানা ও উপস্থিত সবাইকে ভোজসভায় অংশগ্রহণের আমন্ত্রণ এবং সুশৃঙ্খল, প্রাণচাঞ্চল্যে ভরপুর অনু্ঠানের সফল আয়োজনে সর্বোত্তম সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।