মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: স্বাধীনতার পর কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী নৌকার প্রতীকে বিজয়ী হয়েছেন। এ উপলক্ষে মালদ্বীপস্থ হোমনা উপজেলার সকল প্রবাসীদের পক্ষ থেকে ১২ জানুয়ারি ২০১৯ শনিবার মালদ্বীপের রাজধানী মালে (ট্যাংগু) রেস্টুরেন্টে রাত ১০টায় মালদ্বীপ প্রবাসী মোঃ শাহিন এর সৌজন্যে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় ৷
এতে মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফাইজুর রহমান, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি নন্দী, সদস্য এ আর মামুন, এনামুল হক জাকির, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি এম কে আর কামাল, সোনার বাংলা শিল্পীগোষ্ঠী’র সাধারণ সম্পাদক বাউল আক্কাস সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷