হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে দরিয়ানগর কক্সবাজারস্থ ই-কমার্স সংগঠন “Diva Organisation” এর প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা নওশাবা মুক্তা সিয়াম Best Leadership Award লাভ করেন। We (Women and E-Commerce Forum) সংগঠনের আয়োজনে ‘We Tara Entrepreneur 2020’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে সেরা নারী উদ্দ্যোক্তাদের বাচাই করে সর্বমোট ১৬ ক্যাটাগরিতে ৩০ জনকে এওয়ার্ড প্রদান করা হয়। এঁদের মধ্যে ‘Best Leadership Award’ এ ভূষিত হন নওশাবা মুক্তা সিয়াম। উল্লেখ্য এতে সারাদেশ থেকে ২৬০০০হাজার নারী উদ্যোক্তা আবেদন করেছিলেন।
৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার রাজধানী ঢাকার আইসিসি টাওয়ারের কনফারেন্স হলে We এর সভাপতি নাসিমা আক্তার নিসার সভাপতিত্বে ‘We Tara Entrepreneur 2020’ শীর্ষক এই অনুষ্ঠানে ত্রিশ জন নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ নুরজাহান বেগম মুক্তা। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সভাপতি রাজীব আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।কক্সবাজার থেকে আসার পথে ঢাকায় যথাসময়ে উপস্থিত হতে না পারায় নওশাবা মুক্তা সিয়ামের পক্ষে পুরস্কার গ্রহণ করেন নওশাবা’র মেঝো মামা পরিকল্পনা কমিশনের উপ-সচিব এস এম নাজিমুদ্দিন। উল্লেখ্য, বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব ও বিশ্ব প্রবাসীদের পরিচিত মুখ সিকদার গিয়াসউদ্দিন নওশাবার বড় মামা। নওশাবা কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবক মোক্তার আহমেদ ও আশরাফুন্নিসা জেসমিনের একমাত্র কন্যা।