সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কক্সবাজার এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মাস্ক বিতরণ, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি ২০২১, শনিবার বিকাল ৫টায় রামু দুবাই ফিউচার পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংগঠনের কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মো: আব্দুল হালিম। এতে সম্মানিত অতিথি ছিলেন- দৈনিক আমাদের সময় ও দৈনিক কক্সবাজার এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ।
সাবেক সেক্রেটারি আরাফাত সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধায়ক মো: শরীফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোছাইন, অর্থ সম্পাদক ইসমাইল খান বাপ্পী, প্রচার সম্পাদক মিছবাহ, মূসা হাসমি, শুভাকাঙ্খী সদস্য মিজান রাতুল, সদস্য মো: রুহুল আমিন, জুবায়ের, আব্দুল্লাহ তাহমিদ সাজ্জাদ, আয়াতুল ইসলাম সাজেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- সেভ দ্যা ফিউচার কক্সবাজার প্রতিষ্ঠার ৬ বছরে জেলার বিভিন্ন জনপদে অসহায়, দূর্গত মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসছে। চলমান করোনা মহামারী রোধে এ সংগঠন মাস্ক ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আগামীতেও এ সংগঠন দেশ ও জনকল্যাণে নিবেদিকপ্রাণ হয়ে কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার জেলার বিভিন্নস্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।