প্রবাস মেলা ডেস্ক: অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো নায়িকা রোজিনার প্রযোজনা ও পরিচালনায় সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ফিরে দেখা’।
৫ জুলাই ২০২২, মঙ্গলবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে রোজিনা নিজেই লিখেছেন এ সিনেমার চিত্রনাট্য। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার সব প্রক্রিয়া শেষে ২৯ জুন এটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা। অন্য চরিত্রে দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, নিরব ও স্পর্শিয়াকে।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের রাজমহলের ‘রাজনন্দিনী’ তিনি। তার ঠোঁটের কোনার একটি তিল কেড়ে নিয়েছিল হাজারো ভক্তের ঘুম। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ে যে কজন নায়িকা শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছিলেন তাদের একজন রোজিনা। চিত্রনায়িকা রোজিনা তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ নিয়ে দু-বছর ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন। দেশের ২৩৬টি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা রোজিনা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের যৌথ প্রযোজনার কাজ মিলিয়ে তার মোট সিনেমার সংখ্যা ২৫২টি।
এছাড়া আসন্ন ঈদের জন্য নির্মিত একাধিক টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য সম্প্রতি একটি সম্মাননাও পেয়েছেন রোজিনা। চলতি বছরেই নতুন আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।