হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সেপ্টেম্বর ২৭, ২০২০ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোম্বে গ্রীলে স্বাস্থ্য সুরক্ষবিধি মেনে নবজাগরণের অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযোগ্য মর্যাদায় “জয়তু শেখ হাসিনা” ব্যানারে আয়োজিত কর্মসুচিতে ছিল মনোজ্ঞ আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শুভ জন্মদিনের কেক কাটা। নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মুল্যবোধ ও অসীম সাহসিকতায় দেশ পরিচালনা করে দেশকে আজ মর্যাদার আসনে সমাসীন করেছেন। তার অতুলনীয় মেধা, দক্ষতা, সুশাসন ও দূরদর্শীতায় দেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজেম ইকবাল এবং পরিচালনা করেন শেলী আহসান। আলোচনায় অংশগ্রহন করেন মাহবুবুর রহমান মিলন, জসিমউদ্দিন, ইলিয়াস ঠাকুর, করিমুজামান, মো. তোহা, হোসেন রুমেল, আবেদ আমির, তাহের মিয়া,কনক রেজা, ইসতিয়াক বাবু, আফজাল চৌধুরী, জিয়াদ রানা, মেহেদী হাসান, কাজী শাহজাহান, মো. নুর, মনিরুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ।
আলোচনা শেষে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে কেক কেটে এবং প্রীতিভোজের মাধ্যমে শেষ পর্বে আগামী ২৫ শে অক্টোবর সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল করার সিদ্ধান্তের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।