সাজেদ চৌধুরী ম্যাকলিন
লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
কাকা আমায় নিয়ে গেল
আজব শহর ঢাকাতে,
ঢাকা যাবো, টাকা পাবো
শব্দ রেলের চাকাতে।
দিবা নিশি, অহর্নিশি
প্রশ্ন করি কাকাকে,
আমরা কেন গাঁয়ে থাকি
দোষ কী ঢাকা থাকাতে?
পায়ের নীচে ধুলো কাকা
হাকায় মোরে দেখাতে,
শুস্ক নিরস ঢাকার মাটি
পিষ্ট পথের চাকাতে।
গাঁয়ের মাটি, আজো খাঁটি
সোনা ফলাই মাটিতে
তিন পুরুষের ঘুমের কবর
সেই বাড়ি নেই ঢাকাতে।