আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতালির আনকোনা শহরের প্রবাসী বাংলাদেশি সেই কবির আহমেদ না ফেরার দেশে চলে গেলেন । ১০ মার্চ নোয়াখালীর সেনবাগে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । কবির আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বরের ২০১৮ রবিবার, আনকোনার বন্ধুদের সহযোগিতায় জীবনের শেষ কটাদিন সন্তান, স্ত্রী ও মাযের সাথে নিশ্চিন্তে থাকতে নিজ দেশে চলে যান ।
অবশ্য কবির আহমেদ জানত না যে ডাক্তার তাকে বলেছে যে সে চার মাস বাঁচবেন । এই কথাটি শুধু তার আশেপাশের বন্ধুরাই জানতো ।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আনকোনা নিবাসী মারুফ হোসোন । এই মারুফ হোসেন কবির আহমেদ কে দেশে যাবার জন্য যত রকম খরচ প্রয়োজন হয়েছে তার সার্বিক সকল সহযোগিতা করেছেন । সাথে তার অন্যান্য সহযোগী বন্ধু সহ অন্যতম সহযোগিতাকারী হলেন রেজিয়নে মার্কের আনকোনা বাংলাদেশ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ দুলাল, মারুফ হোসেন ।
ইতালিতে যখন কবির আহমেদ এর চিকিৎসা হয় তখন চিকিৎসারত ডাক্তার তখনই বলেছেন কবির আহমেদের ক্যান্সার হয়েছেন । তিনি এখন শেষ পর্যায়ে আছে, তার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই, সর্বোচ্চ ৪/৫ মাস বাঁচতে পারে । ডাক্তারের কথা মতো কবির আহমেদ ৫ মাসের মাথায় ইন্তেকাল করেন ।
কবির আহমেদ এর বউ এর সাথে কথা বলে জানা গেছে- কবির আহমেদের দুই সন্তান আছেন। তাদের অবস্থা খুবই খারাপ। কবির আহমেদ এর স্ত্রীর কথা, এখন তিনি এই দুই বাচ্চা নিয়ে কিভাবে জীবন যাপন করবে । তিনি সরকারের কাছে বিনীত আবেদন করেন, তার স্বামী অনেক বছর থেকেই প্রবাসে আছে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ফ্যামিলির জন্য কিছুই করতে পারেননি । তিনি সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন । আনকোনা প্রবাসী মারুফ হাসান বলেন, দুলাল সহ তারা এ পর্যন্ত এধরনের অনেক প্রবাসীদের সাহায্যে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় এগিয়ে এসেছেন এবং সফল হয়েছেন।
তিনি ফোনে আরও বলেন, মানবিক কারণে কবির আহমেদের জন্য ইতালি প্রবাসীরা অর্থনৈতিক সহযোগিতায় এগিয়ে আসেন। এক পর্যায়ে তিনি আরও বলেন, সবার সাহায্য সহযোগিতায় বিমানের টিকিটসহ যাবতীয় খরচ যোগাড় করতে সক্ষম হয়েছি । ক্যান্সারে আক্রান্ত কবিরের জন্য যখন তারা সাহায্য পাবার চেষ্টা করছেন বিভিন্ন জনের কাছে , ঠিক তখনই তার সংবাদটি প্রচার মাধ্যম প্রথম এগিয়ে এসেছেন লন্ডন টাইমস নিউজের ইউরোপ প্রতিনিধি ও প্রবাস মেলার রোম প্রতিনিধি আখি সীমা কাউসার ।
কবির আহমেদ এর অসুস্থ হবার সংবাদটি শেষ সময় ভাইরাল হয় । প্রবাস কথা ইতালির প্রতিনিধিও কবির আহমেদকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করেন । বিভিন্ন প্রচার মাধ্যমে সাহায্যের আবেদন করা হয়েছিল।সবার আগে এই নিউজটা তাকে সাহায্য করার জন্য ইতালি প্রবাসীরা বেশ সাড়া দেন। যার জন্য খুব অল্প সময়ের মধ্যে তাকে দেশে পাঠানো সম্ভব হয়েছে ।
তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, এখন কি হবে কবির আহমেদের দুই বাচ্চা নিয়ে তার স্ত্রী কিভাবে জীবন যাপন করবেন । তিনি সবার কাছে কবির আহমেদর হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।এবং আশা প্রকাশ করেন কবির আহমেদে্র স্ত্রী-সন্তানের জন্য সমাজের বিত্তবানরা এবং আমাদের সরকার এগিয়ে আসবেন ।
যারা কবির আহমেদের স্ত্রী সন্তানের জন্য সাহায্য পাঠাতে চান তারা দয়া করে নিচে দেয়া ব্যাংক একাউন্ট নাম্বারে সাহায্য করবেন বলে বিনীত প্রার্থনা করেছেন ।
(সাহায্য পাঠাবার ঠিকানা…. Jannatul ferdaus S/b.ac.no..34105647 Janata Bank LTD. Catar paya branch.senbag Noakhali.bd)