জেনিফা জামান:
বৃষ্টির রিমঝিম শব্দের অনুরণনের মুগ্ধতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সবুজ প্রকৃতির বিষ্ময়কর অনুভূতির ব্যকুলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
নতুন অভিলাষে প্রেমের নাব্যতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সম্পর্কের সমীকরণের জটিলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
স্বদেশ প্রেমের সঞ্জীবতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
সভ্যতায় সন্নিবেশিত উচ্চাকাঙ্খার অভিপ্রায়,
তখনি সৃষ্টি হয় কবিতা।
চাহিদার সাথে যোগানের অপ্রতুলতা,
তখনি সৃষ্টি হয় কবিতা।
জাগরণের সৃষ্টিশীলতায়,
গাঢ়স্বরে অংকিত হয় কবিতা।
নৈতিক অবক্ষয়ের গাম্ভীরতায়,
মহত্তম প্রতিভায় উদ্ভাসিত হয় কবিতা।