শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতীয় সিনেমাতে বিগ বির আলাদা কদর রয়েছে। তাঁর অভিনয়ের কোন তুলনাই হয় না। তাঁর অভিনয় মুগ্ধ করে সবাইকে।
এখনো তাঁর জনপ্রিয়তা দেখবার মতো। সম্প্রতি চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এনিয়ে উদ্বেগে ছিল তাঁর অনুরাগীবৃন্দেরা। অস্ত্রোপচারের পরে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে তাঁর অনুরাগীদের আশ্বস্ত করেন। সুস্থ হয়ে উঠলে তিনি আবার কাজে ফিরবেন।
সুস্থ আছেন বিগ বি অমিতাভ বচ্চন। এই সংবাদে আশ্বস্ত হল বলিউড তথা আসমুদ্রহিমাচল ভারতবর্ষ।