প্রবাস মেলা ডেস্ক: সুষ্ঠু ভোটের সংগ্রাম চালিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, আমরা একটি সুষ্ঠু ভোট চাই। যেখানে আমাদের ছাত্র-জনতা ও যুব সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোট দিতে পারবে। সেই ভোটের সংগ্রাম আমরা যাতে চালিয়ে যেতে পারি, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিক কিন্তু তার দোসররা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। আপনারা সতর্ক থাকবেন। কোনো অনুপ্রবেশকারী আমাদের মধ্যে ঢুকে যেন বিশৃঙ্খলা করতে না পারে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদুজ্জামান মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান শাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান (লাভলু), প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, প্রকাশনা সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মামুন চৌধুরী, যুবদল নেতা মিরান হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।