হাকিকুল ইসলাম খোকন: উপ মহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য চৌদ্দ দলের মুখপাত্র সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোজাফফর হোসেন পল্টু, এডভোকেট আব্দুল বাসেদ মজুমদার, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক এড: শামসুর হক রেজা, আব্দুল মতিন ভুঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ । সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিছিল, সহ সভাপতি আলহাজ্ব নওশের আলী আলোচনা সভা পরিচালনা করেন।