প্রবাস মেলা ডেস্ক: শিশুদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর চিলড্রেন’ শীর্ষক এক সংগীতানুষ্ঠান। ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে তৃতীয়বারের মত আয়োজন করে এই ভিন্নধর্মী কনসার্ট।
এনটিভি’র সিনিয়র নিউজ প্রেজেন্টার মিতা মোস্তফা’র সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক এই প্রতিষ্ঠান গড়ে তোলার কারণ ও লক্ষ্য দর্শকদের সামনে তুলে ধরেন।
কনসার্টে শিশুদের জন্য ছিল ভিন্নধর্মী আয়োজন। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে সাজানো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। শিশুদের নৃত্য-গীত পরিবেশনার সঙ্গে আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডিসিআই এর গুডউইল এ্যাম্বাসেডর সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল এর সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জরুরি কাজে কানাডায় সফরে থাকায় ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান
ডিসিআই এর গুডউইল এ্যাম্বাসেডর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা।
আতিকুল ইসলাম বলেন, ডিসিআই সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিল্প সংস্কৃতির মাধ্যমে মূলধারায় নিয়ে আসছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিসিআই এর সাথে যৌথভাবে বস্তিসহ সকল শিশুদের শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবে বলে তিনি জানান।
কনসার্টে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, হোটেল ট্রপিক্যাল ডেইসি এর চেয়ারম্যান মাসুদুর খান, ডিসিআই এর উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
কনসার্টে সাবিনা ইয়াসমিন ‘সেই রেললাইনের ধারে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে গান শুরু করেন। এরপর তিনি একে একে গেয়ে শোনান ‘শত জনমের’ ‘দুঃখ ভালোবেসে’, ‘এই মন তোমাকে দিলাম’সহ মুখে মুখে ফেরা তাঁর বেশ কিছু জনপ্রিয় গান।