প্রবাস মেলা ডেস্ক: রাজধানী ঢাকার একটি বাসে ভ্রাম্যমান ক্লাসরুমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জালিয়ে দেওয়া হচ্ছে। ঢাকার সবচেয়ে বঞ্চিত এলাকার কিছু শিশুদের এই শিক্ষা দেওয়া হচ্ছে।
দেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ীক প্রতিষ্ঠান আকিজ গ্রুপের অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে। শহরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যারিয়ারে এক আশার আলো দেখাচ্ছে এই ভ্রাম্যমান বাস স্কুল।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে পরিচালিত বাসে ৩ টি করে ক্লাস রুম, প্রতিটি রুমে ৫০ জন শিক্ষার্থী, একটি লেখার হোয়াইট বোর্ড ও অন্যান্য শিক্ষা উপকরণ রয়েছে। সপ্তাহে ৬দিন, সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত এখানে পাঠদান করা হয়।
জানা যায়, ২০১০ সালে আকিজ গ্রুপের অর্থায়নে দেশের দরিদ্র মানুষের শিক্ষার সুযোগ করে দিতে আকিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এ ফাউন্ডেশনের পরিচালনায় ২০১৪ সালে একটি ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটি এখন সরকারি নিবন্ধিত এবং এর পাঠদানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পাঠ্যক্রম অনুসরণ করা হয়।
স্কুলটিতে শিক্ষার্থীদের পাঠদানের বিরতির সময় হালকা নাস্তার ব্যবস্থাও করা হয়। বর্তমানে ঢাকার মিরপুর ও উত্তরা এলাকার এই ভ্রাম্যমান বাস স্কুলে প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, এখান থেকে পঞ্চম শ্রেণি শেষ করার পর শিক্ষার্থীরা রাজধানীর উচ্চবিদ্যালয়গুলোতে পড়াশোনা করে অনেক ভালো করবে বলে তারা আশা করছেন। এরকম আরো ৩ টি বাসে তাদের এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলে জানান।