লিলি হক:
দু’পায়ে ধুলিকাদা
অঘ্রাণী ধানে সোনা রং
কিষাণী বধুর চোখ ভরা স্বপ্ন।
উঠোনের চারধারে লেপাপোছা শেষ,
রাতে মলন দেয়া হবে
ঢেঁকিঘরে ধানের স্তুপ
ব্যস্ততার ফাঁকে বুকের দুধ খাইয়ে
শিশুপুত্রকে নাওয়ানো ঘুম পাড়ানো
আরো কিছু যত্ন,
দু’হাতে ডুলি ভরে ধানচাল সরিষা
কলাই দিয়ে, আরও কত কি শস্য পণ্য।
সময় এগোয়
বেড়ে ওঠা শিশুটি মায়ের আঁচল ছেড়ে
শহরে আসে,
পড়াশুনা করে অনেক বড় হবে
লেখাপড়ার ফাঁকে ফাঁকে ছেলেটি
ভাষা আন্দোলনে যোগ দেয়,
মিছিল-মিটিং, কৃষক শ্রমিক বুদ্ধিজীবী
ছাত্রসমাজ অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়ে
বাংলা ভাষার সম্মান রক্ষার্থে,
পশ্চিমা শাসকের ঘাতকগুলি ছিনিয়ে নেয়
অসংখ্য পল্লীমায়ের কলজে ছেঁড়া বুকের মানিক
আর এভাবেই জন্ম হয় মহান একুশ তোমার,
বর্ণমালার সুবাসিত বৃক্ষটি
তাই বড়ো প্রিয় আমার।