ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২১ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
১২ মার্চ ২০২১, শুক্রবার রাত পৌনে ১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান। যেখানে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে ৮টি পদে এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা ৬টি পদে নির্বাচিত হয়েছেন।
সাদা প্যানেল থেকে বিজয়ী হলেন- সভাপতি পদে এডভোকেট আব্দুল মতিন খসরু (২৯৬৮), সহ-সভাপতি পদে মোহাম্মদ শফিক উল্ল্যা (২৬১১), কোষাধ্যক্ষ পদে মো: ইকবাল করিম (২৮৭৪), সহ-সম্পাদক পদে শাফায়াত সুলতানা রুমি (২৫১৩), সদস্য পদে মাহফুজুর রহমান রুমন (২৮২৯), এ বি এম শিবলী সাদেকিন ( ২৮০৭), মিন্টু কুমার মন্ডল (২৫০৭), মুনতাসির উদ্দিন আহমেদ (২৪৩৭)।
অপরদিকে নীল প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন- সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল- (৩০৯৫), সহ-সভাপতি পদে মো: জালাল উদ্দিন (২৭৪৭), সহ-সম্পাদক পদে মাহামুদ হাসান (২৭২৪)। সদস্য পদে এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ (২৮০৫), পারভীন কায়সার মুন্নী (২৫৩৮), রেদোয়ান আহমেদ রানজিব (২৪৩৯)। নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী একবছর সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতিনিধিত্ব করবেন।
২০২১- ২০২২ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ১০ মার্চ ২০২১, বুধবার ও ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার দু’দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। এতে ৫ হাজার ৬৭৬ আইনজীবী তাদের ভোট প্রদান করেন। মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭২২ জন আইনজীবী। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদে ৫১ প্রার্থী নির্বাচনে অংশ নেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন এই কমিটিকে প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুক্তরাষ্ট্র প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কুয়েত থেকে শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, জর্ডান প্রবাসী রাশেদ কাদের প্রমূখ।
প্রবাস মেলা’র পক্ষ থেকে শুভেচ্ছা জানান, সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজু, উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও পত্রিকার কলাকুশীলবৃন্দ।