প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ১৩ আগস্ট ২০২২, শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন পিয়া।
তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বিত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আমার আইন পেশায় এই উপাধিটি যুক্ত করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার জীবন, চারপাশের মানুষ এবং আমার পোষাপ্রাণী নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট ।’
প্রসঙ্গত, র্যাম্প মডেলিংয়ে যাত্রা শুরু পিয়ার। এরপর ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন তিনি। রেদওয়ান রনির ‘চোরাবালি’র মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। এই অভিনেত্রীর সবশেষ ছবি ‘ছিটমহল’, যেটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে।
ব্যক্তিজীবনে ফারুক হাসান সামীরের সঙ্গে সুখে সংসার করছেন পিয়া। বিবাহিত জীবনের সাত বছরের মাথায় ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান ‘অ্যারেস।’