শেখ মহিতুর রহমান বাবলু, লন্ডন, যুক্তরাজ্য: বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও যথাযথ মর্যাদায় সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই সাথে বাড়তি আয়োজন ছিল সংগঠনের নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার লন্ডনের একটি অভিজাত ব্যাংকুইটিং হতে প্রবাসী বাংলাদেশি ও বিপুল সংখক বিদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ সংসদ আফছানা বেগম। নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাবিনা আক্তার ও কাউন্সিলর ফয়জুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন মাস্টার এসএম তাসিন।অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, সহ সভাপতি এমদাদুল হক চঞ্চল, আর এক সহসভাপতি এসএম সিপার, নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ ।

মাকসুদ আহমেদ সুমন, সুতানা শেখ ও সিফাত সিমির সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সংগঠনের নতুন কার্যকরী পরিষদের পরিচিতি, আয়োজকদের পক্ষ থেকে হরেক রকম খাবার পরিবেশন, একুশে স্মরণিকা প্রকাশ, দেশের গান ও নিত্য ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় (ক) গ্রুপ থেকে প্রথম পুরস্কারটি জিতে ন্যায় নাবিল রশিদ, দ্বিতীয় ঈশান রহমান তৃতীয় আলিজা অরিয়েল আলী। গ্রুপ (খ) থেকে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয় অতিরা রুদ্রা, রায়ান হক ও আরিজা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র সাস্কৃতিক সম্পাদক বিশিষ্ট সংগঠক কাইয়ুম হাসান স্বপন, সহকারী প্রেস সেক্রেটারি রশিদ রনি, সহকারী সমাজকল্যাণ সম্পাদক আরমান হোসেন, অঞ্জু রয় হুর্স্ট, তোবারক হোসেন সহ আরো অনেকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত সকলকে মনমাতানো গান গেয়ে শোনান শিল্পকলা একাডেমী লন্ডনের সভাপতি প্রখ্যাত কণ্ঠ শিল্পী ডা. শম্পা দেওয়ান, গানের পাখী সিফার সিমি ও ইউরোপের রক সম্রাট খাত মো: জীবন সহ আরো অনেকে। নিত্য পরিবেশন করেন বিলেতের সাড়া জাগানো নিত্য শিল্পী আতিয়া রাফিয়া বিভা।