প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার হাতে এক সৌজন্য সাক্ষাতে ‘প্রবাস মেলা’-এর সৌজন্য কপি তুলে দিয়েছেন মাহবুবুর রহমান পীর।
পত্রিকাটি হাতে পেয়ে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “প্রবাসীদের নিয়ে কাজ করছে প্রবাস মেলা পত্রিকা। এটি প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরছে এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাস মেলা আরও এগিয়ে যাবে।” পাশাপাশি তিনি প্রবাস মেলা’র সৌজন্যে কপি উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।