মোহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড থেকে: একাত্তরের রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা মরহুম দ্বীন ইসলাম স্মরণে ১৬ নভেম্বর – ২০১৮ দু’সপ্তাহ ধরে প্রতিযোগীতাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সীতাকুন্ড পৌর সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অণাড়ম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম দ্বীন ইসলামের বড় সন্তান আইয়ুব আলী।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম আরাফাত ও সদস্য সচিব আরমান হোসেন বাপ্পীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআই সুজায়েত, রতন মিত্র, খালেদ মোশারফ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক লিটন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, নূর ছাপা, হুমায়ন মারুফ, শাহীন, জাফর, ইকরামসহ অনেকে। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন আব্দুস সালাম, কামরুল ও সাকি।
পেশকার পাড়া জুনিয়র একাদশ ও টিপু আসলাম একাদশের মধ্যকার খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মিল্টন রায়। উল্লেখ্য যে, টিপু আসলাম একাদশ বিজয়ী চ্যাম্পিয়ন হয়। প্রতিজন খেলোয়াড়কে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ।