সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে: সীতাকুন্ড উপজেলার সনাতন ধর্মালম্বীদের অন্যতম ঐতিহাসিক পূজা উদযাপন পরিষদ প্রেমতলা বারোয়ারী সমিতি শারদীয়া দূর্গাৎসবের ধারাবাহিক ১২৫ বছর পূর্তি উৎসব পালন করে আসছিল গত দু’দিন ধরে। প্রথমদিন সীতাকুন্ডের স্থানীয় সাংসদ দিদারুল আলম এমপি উদ্বোধন করেন। দ্বিতীয় দিন আলোচনা সভা ও নানান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য জননেতা মোস্তফা কামাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য জননেতা আ ম ম দিলশাদ, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা শফিউল আলম চৌধুরী মুরাদ, পূজা উদযাপন পরিষদ নেতা বিমল চন্দ্র দাশ, অধ্যাপক রন্জিত সাহা, স্বপন কুমার বনিক ও দীপক দে প্রমুখ নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বাবুল শর্মা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা, সীতাকুন্ড পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু দুলাল দে ও সুস্মিতা চৌধুরী। অনুষ্ঠানে দেবী নামক একটি প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়। স্থানীয় গরীবদের মাঝে বস্ত্র ও কম্বল বিতরন করা হয়। দুঃস্থদের মাঝে অন্ন বিতরণ করা হয়। সীতাকুন্ডের উপস্থিত সকল নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।
তারা বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদিক রাজনৈতিক চেতনাকে আমরা অামাদের অন্তরে লালন করি। তাই হিন্দু মুসলিম বৌদ্ধ খৃস্টান আমাদের মাঝে কোন দেয়াল তৈরী করতে পারেনি এবং পারবেও না। আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্তে শারদীয়া দূর্গাৎসবে যেন হিন্দু সনাতন ধর্মালম্বীরা সুন্দর ও নির্বিঘ্নে তাদের পূজা উৎসব পালন করতে পারে সেজন্য প্রশাসন, স্থানীয় জনসাধারণ ও স্থানীয় সকল নেতাকর্মীদের নজর রাখার আহ্বান জানান।