মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: ২৫ মে ২০১৯ শনিবার সীতাকুণ্ডের মাতৃসদন মেটারনিটি হসপিটালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হসপিটালের চেয়ারম্যান সায়েদ মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৌদিআরব প্রবাসী সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ খাঁন, জনপ্রিয় পৌর কাউন্সিলর একেএম আজাদ, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক শুক্কুর চৌধুরী, সীতাকুণ্ড সমিতির সহ- সভাপতি লায়ন আলী আকবর জাসেদ, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক নাসির উদ্দীন অনিক, মেটারনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।
সকল আলোচকগণ সীতাকুণ্ডের একমাত্র মাতৃসদন মেটারনিটি হসপিটালের সেবার মান ও সার্ভিসসমুহ যুগোপযোগী উন্নীতকরনে জনসাধারনের সব সময় পাশে থাকবার আহ্বান জানান। আলোচকগণ একমাত্র মাতৃসদন এ হসপিটালটির উত্তোরত্তোর সফলতা কামনা করেন। আলোচনা পর্ব শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বায়তুস শরিফ মসজিদের পেশ ইমাম। মোনাজাতে বিশ্ব মুসলীম জাহানের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।