মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বেগম জলি, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব এস এম আল মামুন সীতাকুন্ড উপজেলা মৎস অধিদপ্তরকে আলোচনা সভা, র্যালী ও পোনা অবমুক্তকরনে জাতীয় কর্মসূচী যথাযথ পালনে ভূমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বর্ণাঢ্য র্যালীসহ উপজেলা দীঘিতে পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যসূচীর সমাপ্তি করেন।