মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: ৩ মে ২০১৯ শুক্রবার সকাল ১১ ঘটিকায় খেলাঘর আসর সীতাকুণ্ড শাখার ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। সংগঠনটির সীতাকুণ্ড শাখার সভাপতি তপন মজুমদার তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চানালয় এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুনীল বন্ধু নাথ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক-সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁন।
অতিথি ছিলেন যথাক্রমে- অধ্যাপক উত্তম চৌধুরী, অমর শীল, জাহেদ হোসেন চৌধুরী বিটুসহ খেলাঘরের নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল দেখার মত। খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছিল বিভিন্ন রকম কর্মসূচী। নানান রকম স্লোগান সম্বলিত পোস্টার ফেস্টুন ও বেলুনে বেলুনে ছেয়ে যায় অনুষ্ঠানস্থল এভারগ্রীন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গন।
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা অসাম্প্রদায়িক উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে খেলাঘর এগিয়ে চলেছে দূর্বার গতিতে বললেন প্রধান অতিথি অধ্যাপক সুনীল বন্ধু নাথ। খেলাঘরের মত সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করা উচিৎ সরকার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিল্পপতি ও প্রথম সারির ব্যবসায়ী মহলের, বললেন সাংবাদিক সংগঠক ও রাজনীতিবিদ মুহাম্মদ ইউসুফ খাঁন। খেলাঘর কেবলই আমাদের সংগঠন তা কিন্তু নয় এটি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রতিটি নাগরিকের।
সীতাকুণ্ডের সকল জনসাধারণ এবং অভিভাবককে খেলাঘরকে তাদের সন্তানদের সাংস্কৃতিক চর্চাতে এগিয়ে আসতে আহ্বান করেছেন খেলাঘর সীতাকুন্ড শাখার সভাপতি তপন মজুমদার তপু। আলোচনা সভা কেক কাটা ও অতিথি পর্ব শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাঘরের সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী কলা কৌশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মন মাতানো সব গান ও নাচ পরিবেশনা করে।