মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড, চট্টগ্রাম: ২৭ এপ্রিল ২০১৯ বিকাল ৫টায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুণী সংগীতশিল্পী ওস্তাদ মোঃ আবুল হাশেম এবং সংগীতশিল্পী বিজন নন্দী এর স্মরণ সভা
অনুষ্ঠিত হয়। ২৮টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমন্বয়ে গঠিত “সীতাকুণ্ড সম্মিলিত সাংস্কৃতিক জোট” এর আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গল্পকার, লেখক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং তপন মজুমদার তপু’র সঞ্চালনায়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন রায়। সীতাকুণ্ডের মূল ধারার সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দের বক্তব্য এবং সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় গুণীশিল্পীদের বিনম্র শ্রদ্ধায় ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন ইকবাল আজাদ, আমজাদ হোসেনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। উল্লেখ্য যে, ওস্তাদ আবুল হাসেম গত ২৫ এপ্রিল এবং বিজন নন্দী ২০ এপ্রিল মৃত্যূবরণ করেন।