হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনের প্রার্থীদের পক্ষে নিউইয়র্কে এক প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের টক অফ দ্যা টাউন রেস্টুরেন্টের হল রুমে আমরা সিলেটবাসী,নিউইয়র্ক এর ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ। আমরা সিলেটবাসীর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ বুরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জামীল আনসারীর যৌথ উপস্থাপনায় শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন হাফেজ শাহবাজ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক সভাপতি ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, জাগপা যুক্তরাষ্ট্র সভাপতি এ এসএম রহমত উল্লাহ, খেলাফত মজলিসষ্ট্র শাখার সেক্রেটারি ইউসুফ জসীম, তরুণ কলামিসট ও এম সাইফুর রহমান ফাউন্ডেশন এর সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু।
এছাড়াও বক্তব্য রাখেন নিউজার্সী বিএনপির জয়েন্ট সেক্রেটারি লুৎফুর হোসেন আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, আমরা সিলেটবাসী, নিউইয়র্ক এর সহকারী সেক্রেটারি আলম চৌধুরী, আলমগীর কবির শামীম, সাবেক ছাত্রনেতা হাফেজ শাহবাজ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা সেলিম আহমদ,ইকবাল হোসেন ও তাসেক চৌধুরীসহ সিলেট জেলার ৬টি আসনের বিপুলসংখ্যক প্রবাসীরা।
প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। ধীরে ধীরে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সারা দেশে ২৩দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার, অন্যায় আক্রমণ, আহত ও হত্যা-গুম করা হচ্ছে।
প্রতিনিয়ত ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা হয়রানি করা হচ্ছে । এসব মামলায় তাদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে । সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে অবনতি হচ্ছে , তাতে নির্বাচন আদৌ অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা ও নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি এ সময় ঐক্যফ্রন্টের সিলেটের সকল প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি দলমত নির্বিশেষে প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে সকল সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
বিশেষ অতিথি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম বলেন, বিএনপির হাইকমান্ড লুনা ম্যাডামের আবেগের প্রতি শ্রদ্ধাশীল, আমরাও ইলিয়াস আলী ও তাঁর পরিবারের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখি। তাই এম ইলিয়াস আলী ও তাঁর পরিবারের স্বপক্ষে জোরালো ভূমিকা রাখার জন্য মুনতাসীর আলীকে সংসদে পাঠানো সময়ের অনিবার্য দাবি। আমরা আশা করব সময়ের ব্যবধানে লুনা ম্যাডাম এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেওয়াল ঘড়ির পক্ষেই ভূমিকা রাখবেন।