নাজমুল ইসলাম মকবুল, সিলেট: দেশকে সবুজায়ন ও পরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসেবে সিলেট লেখক ফোরামের উদ্যোগে ফলজ বৃক্ষ রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃক্ষরোপন পূর্ববর্তী আলোচনা সভায় ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমিক, প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।
৯ আগস্ট ২০২০, রবিবার সিলেটের গোয়াইনঘাটের বড়নগরে আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক, বিশ্বনাথ এইটইউকে’র বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ইমরান হোসেন বাবুল, সাংবাদিক ও নাট্যকার আমির হোসেন সাগর, সাংবাদিক মো: আলিম উদ্দিন।
বক্তারা বলেন, সিলেট লেখক ফোরাম বিগত ১৬ বছর যাবৎ সাহিত্য সংস্কৃতির অঙ্গণে ব্যাপক কাজ করার পাশাপাশি আর্থ সামাজিক ও পরিবেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখে আসছে। শুধু দেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশেও পালন করে আসছে নানা কর্মসূচি। শুরু থেকেই ভিন্ন ধরণের এবং সম্পুর্ণ ব্যতিক্রম কর্মসূচি পালন করে দেশে-বিদেশে ব্যাপক সুনাম সুখ্যাতি অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমন্ডলে এবং দেশের ঐতিহাসিক স্থানসমূহে সিলেট লেখক ফোরামের কার্যক্রম প্রশংসিত হয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কার্যক্রম সাহিত্য সংগঠনের বেলায় ব্যতিক্রম ও প্রশংসনীয় কর্মসূচি। দেশের অন্যান্য সাহিত্য সংগঠনও সিলেট লেখক ফোরামের অনুকরণে বৃক্ষরোপন ও পরিবেশ রক্ষার আন্দোলনে আরও ব্যাপকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
তারা আরও বলেন, সামাজিক বনায়নের নামে বিভিন্ন সংস্থাকে সড়কের উভয় সাইট লিজ দিয়ে ত্রিশ শতাংশ ফলজ, ত্রিশ শতাংশ ঔষধী ও চল্লিশ শতাংশ বনজ গাছ রোপনের শর্ত দিয়ে শুধু কাগজ কলমে চুক্তিপত্র সম্পাদন করা হলেও কোন সংস্থাই এ চুক্তি মানছেনা। তারা পরিবেশের জন্য মারাত্মক হুমকী বয়ে আনে এমন বিষাক্ত এবং দ্রুত বর্ধনশীল বনজ গাছ সর্বত্র রোপন করে বাংলাদেশের পরিবেশকে বিপন্ন করলেও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব দেখেও না দেখার ভান করছে। বিষাক্ত এসব গাছে পাখি পর্যন্ত বসেনা। এসব গাছের ছায়াটা পর্যন্ত স্বাস্থ্যসম্মত নয়। এর প্রভাবে নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরাশক্তি। এসব গাছের পাতায় রয়েছে বিষাক্ত ও উদ্ভট গন্ধ। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমাদের উদ্যোগে বিগত কয়েক বছর পূর্বে সিলেটের জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেয়া হলে তিনি ব্যবস্থা নিতে আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা গ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছেনা। তারা অবিলম্বে তদন্ত করে দেশব্যাপী এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
ফোরাম নেতৃবৃন্দ বলেন, গতানুগতিক কোন সাহিত্য সংগঠন নয় লেখক ফোরাম। যার প্রমাণ হলো দেশে বিদেশে আমাদের বিগত ১৬ বছরের কার্যক্রম।
ফলজ বৃক্ষরোপন কার্যক্রমকে উৎসাহিত করতে গুণীজনরা অংশগ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় । পরে ফোরামের কার্যক্রমের প্রতি একাত্বতা পোষণ করে বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।