মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপ এর দ্বিতীয় মেয়াদে আগামী এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সভাপতি মনজুর রহমান, নির্বাচন কমিশনার ও সাবেক সহ সভাপতি তৌহিদ আহমদ চৌধুরী, নির্বাচন কমিশনার ও সাবেক সহ সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ, নির্বাচন কমিশনার ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ খাঁন স্বাক্ষরিত প্যাডে বর্তমান কমিটির সভাপতি পদে মাশহুদুল ইসলাম মাসুদ (কুলাউড়া-মৌলভীবাজার) ও সাধারণ সম্পাদক পদে জাকারিয়া আহমদ পারভেজ (গোয়াইনঘাট -সিলেট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার বৃন্দদের হাত থেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা যায়।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মনজুর রহমান বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমানে নির্বাচিত করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি মাশহুদুল ইসলাম বিগত কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন। তিনি বিগত কমিটির অসম্পূর্ণ কাজগুলো সম্পাদনসহ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগীতা কামনা করেন।
বিগত কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ পারভেজ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের দোয়া ও সাহায্য চেয়েছেন।
উল্লেখ্য, সংগঠনের বিগত কমিটি গত ৭ জানুয়ারি ২০১৯ বিলুপ্ত ঘোষণা করার পর সাবেক সভাপতি মনজুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।