মৃদুল সোম, দক্ষিণ কোরিয়া থেকে: সিলেটে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করেছে দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের প্রিয় সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। ২২ এপ্রিল, ২০২০ বুধবার সিলেট ১০০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের জন্য চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী (পিপিই) হস্তান্তর করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও কলেজের ভাইস প্রিন্সিপাল, সিলেট আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. শিশির চক্রবর্তির কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার সর্বস্তরের প্রবাসীদের সহায়তায় ক্রয়কৃত সুরক্ষা সামগ্রী (পিপিই) ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’র পক্ষে সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার টাইটান হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর ও স্থানীয় সাংবাদিক বদরুল ইসলাম মহসিন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল, ২০২০ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করেছিলেন। ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া সিলেট থেকে ১ম পর্যায়ের পিপিই বিতরণের কর্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় হাসপাতাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় পিপিই বিতরণ শুরু করবে। খুব শীঘ্রই ২য় পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের হত-দরিদ্রদের মাঝে খাবার সামাগ্রী বিতরণ কার্যক্রম শুরু করবে সংগঠনটি।