বিশ্বনাথ, সিলেট থেকে: সিলেট লেখক ফোরাম, লন্ডন টাইমস নিউজ ও লন্ডনের চ্যানেল এইটের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিঠা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফোরাম সভাপতি ও লন্ডন টাইমস নিউজ এবং চ্যানেল এইটের স্পেশাল করেসপনডেন্ট ও সিলেট প্রতিনিধি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ২০ ফেব্রুয়ারি বুধবার বিশ্বনাথের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২, বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, সিলেট লেখক ফোরাম সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি আমাদের শেকড়ের সন্ধানে ব্যাপক কাজ করে যাচ্ছে। আমাদের অতীত ঐতিহ্য পিঠা ও ঘুড়ি। নিজ হাতে পিঠা তৈরি ও ঘুড়ি উড়ানোর আনন্দ আমাদের ধরে রাখতে হবে। এসব গৌরবময় ঐতিহ্য বর্তমান প্রজন্ম যাতে ভুলে না যায় সেজন্য প্রতি বছরই উৎসবের মাধ্যমে তাদের জানাতে হবে। তিনি আরও বলেন, লেখক ফোরামের সাথে লন্ডন টাইমস নিউজ ও লন্ডনের চ্যানেল এইটের যৌথ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী। বক্তব্যে তিনি বলেন, লেখক ফোরাম সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাহিত্য সাধনায় উদ্বুদ্ধ করণ ও প্রতিযোগিতা আয়োজনের মতো প্রশংসনীয় কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। তারা বিবাহযোগ্য গরিব দম্পদিতের বিবাহ সহায়তাও প্রদান করেছেন। পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন কার্যক্রম, লেখক সম্মাননা, মেধাবীদের সম্মাননা, রত্মাগর্ভা মা বাবা সম্মাননা, পিঠা ও ঘুড়ি উৎসবসহ তাদের ব্যতিক্রমী সকল কার্যক্রম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রকাশিত মাসিক দর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ রহমত আলী। বক্তব্যে তিনি বলেন, লেখক ফোরাম, লন্ডন টাইমস নিউজ ও লন্ডনের চ্যানেল এইটের উদ্যোগে প্রতি বছর এ ধরনের চমৎকার অনুষ্ঠান যাতে আয়োজন সম্ভব হয় সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আছাব আলীকে শিক্ষা প্রসার ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সমাজসেবী ও শিক্ষানুরাগী আছাব আলী বলেন, সমাজের জন্য কিছু করতে পারাটা গর্বের মনে করি। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করে গেলে সমাজ রাষ্ট্র ও জাতি উপকৃত হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোফরান আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ হিরা মিয়া, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ রফিক মিয়া।
পিঠা উৎসবে ৬০ ধরনের পিঠা তৈরি করে ১ম স্থান অধিকার করে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ইভা বেগম, ২য় স্থান অধিকার করে ৭ম শ্রেণীর ছাত্রী রাইসা সুলতানা রূবাইয়া এবং ৩য় স্থান অধিকার করে ১০ম শ্রেণীর ছাত্রী সামিহা বেগম। ঘুড়ি উৎসবে ১ম স্থান অধিকার করে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রাজন আহমদ, ২য় স্থান অর্জন করে ৮ম শ্রেণীর ছাত্র রাসেল মিয়া এবং ৩য় স্থান অর্জন করে ৭ম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম। আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি বনাম শিক্ষকবৃন্দের মধ্যে রশিটান প্রতিযোগিতায় বিদ্যালয় পরিচালনা কমিটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন এবং নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে রশিটান প্রতিযোগিতায় ১০ম শ্রেণীর ছাত্ররা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করে বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রাকিবুজ্জামান। সঙ্গীত পরিবেশন করে আবু সুফিয়ান, রেদোয়ান আহমদ, মাজেদ আহমদ, ইমন আহমদ।