বিশ্বনাথ, সিলেট থেকে: সম্প্রতি বিশ্বানাথে একটি অনুষ্ঠানের ফাঁকে বিশিষ্টজনদের হাতে প্র্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেওয়া হয়। সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক ও কবি নাজমুল ইসলাম মকবুল তাদের হাতে পত্রিকা তুলে দেন।
এসময় লন্ডন থেকে প্রকাশিত মাসিক দর্পণ এর সম্পাদক লন্ডনের প্রবীণ সাংবাদিক মোঃ রহমত আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ হিরা মিয়া, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ রফিক মিয়া মেম্বার এর হাতে প্রবাস মেলা’র প্রিন্ট কপি তুলে দেওয়া হয়।
পত্রিকা পেয়ে তারা প্রবাস মেলা’র প্রশংসা করেন এবংপত্রিকাটির সাফল্য কামনা করেন।