প্রেস বিজ্ঞপ্তি: ৩০ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৩টায় ঢাকাস্থ এলএম টাওয়ার, ক/৮৭ জোয়ার সাহারা বাজার রোড, বারিধারা ডিওএইচএস, আর্মি ট্রানজিট ক্যাম্পের পিছনে সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভি.পি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
উক্ত অনুষ্ঠানে সিরাজুল আলম খান-দাদা’র সহযোদ্ধা, শুভাকাঙ্খী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন- সিরাজুল আলম খান সেন্টার এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে- উদ্বোধন, আমন্ত্রিত অতিথিদের আলোচনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সমাপনী। উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সবান্ধব আমন্ত্রন জানিয়েছেন আয়োজক কমিটি।