প্রবাস মেলা ডেস্ক: ২৯ জুলাই ২০২৩, শনিবার বেলা ২টায় ঢাকার গুলিস্থানস্থ মহানগর নাট্যমঞ্চ এর কাজী বশির উদ্দিন মিলনায়তনে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদা ভাই) এর প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়- ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
উল্লেখ্য, গত ৯ জুন ৬০-এর দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা যান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি।