প্রবাস মেলা ডেস্ক: আট বছর পর মুক্তি পাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন-দ্য ডে’। প্রায় শত কোটি টাকা বাজেটের সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত অনন্ত-বর্ষা ভক্তরা। মুক্তি উপলক্ষে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি।
‘দিন-দ্য ডে’ সিনেমার প্রচারে বেশ জোরেসোরেই নেমেছেন অনন্ত জলিল ও বর্ষা। এরই মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা সিনেমাটির পোস্টার, ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে। নিজেদের সিনেমা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অনন্ত-বর্ষা।
গত ২৪ জুন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে হাজির হয়েছিলেন অনন্ত জলিল। ৩ জুলাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এ জুটি। ৪ জুলাই গেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার (৫ জুলাই) নটর ডেম বিশ্ববিদ্যালয়ে যাবেন এ জুটি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বর্ষা।
সিনেমাটির প্রচার সর্ম্পকে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমা থেকেই আমি আলাদাভাবে প্রমোশন করে আসছি। আমাদের প্রমোশন চলবেই। ব্যানার-ফেস্টুন ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালাচ্ছি। সেটা মুক্তির আগ পর্যন্ত চালিয়ে যাব।’
‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।
দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সময় সংবাদকে তিনি বলেন, ‘সবাইকে আগাম ঈদ মোবারক। ঈদে আমরা যেখানেই থাকি না কেন, সেখানেই সিনেমাটি দেখব।’ অনন্ত জলিল বলেন, ‘আপনারা সিনেমাটি দেখবেন। নিরাশ হবেন না, গর্ব করতে পারবেন সিনেমাটি নিয়ে। হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন।’