আব্দুল্লাহ ইউসুফ শামীম, সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের (SPMC) ঈদ পুনর্মিলনী ১ জুলাই ২০১৮ রোববার সকালে হাজির বিরিয়ানী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক।
সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে সঠিক পথে পরিচালিত করতে, মান বজায় রাখতে লেখক, অভিজ্ঞ সাংবাদিক, সম্পাদক ও বিশ্লেষকদের ছাড়া কোন বিকল্প নেই বলে বক্তারা মন্তব্য করেন। এছাড়া স্বাগত বক্তব্যের পর নতুন দুইজন (ড:ফারুক আমিন ও মোহাম্মদ গোলাম মোস্তফা ) সদস্যের আবেদনউপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারপর উপস্থিত কার্যকরী সদস্যবৃন্দ বিভিন্ন প্রস্তাব, পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন।
এছাড়ায় অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্যান্য কমিউনিটির মিডিয়াকেসিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সঙ্গে যুক্ত করে পারস্পরিক সংবাদ আদান-প্রদানের বিষয়ে সিদ্ধান্তআলোচনা গৃহিত হয়। সর্বসম্মতিক্রমে সামাজিক কর্মসূচী পরিচালনার জন্য তিনটি সাব কমিটি গঠিত হয়। বিগতদিনের বিভিন্ন কর্মকান্ডের ভিতর হালাল এক্সপোতে অংশ গ্রহণ করে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলেরআন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের কথা অনেকে উল্লেখ করেন। তাছাড়া সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলেরউদ্দ্যেগে NOVETEL এ অভিষেক ,সুদূর আমেরিকাতে সাংবাদিক সম্মেলন, মার্টিন প্লেস সিডনিতে রোহিঙ্গাদেরমানবাধিকার নিয়ে বিশাল জমায়েত ছিলো উল্লেখযোগ্য। আগামীতে এ ধরণের আরো কর্মসূচি নিয়ে এগিয়ে যাবারপ্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত সকলকে ধন্যবাদ এবং মধ্যাহ্ন ভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানের অনুষ্ঠানের সভাপতিড. এনামুল হক।