ডেস্ক রিপোর্ট: সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের (SPMC) উদ্যোগে ২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার সন্ধ্যায় সিডনির ল্যাকেম্বায় কোন এক রেঁস্তোরার হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের উপস্থাপনায় সভায় প্রথমে মাতৃভাষা বাংলার উৎপত্তি, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সহ-সভাপতি শিবলী আব্দুল্লাহ।
অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তর প্রথম সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে।
আলোচনায় অংশ নেন, সহ সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লা, কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, ড. ফজলে রাব্বি, যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল, দিলারা জাহান, আলতাফ হোসেন, ড. সৈয়দ ফাওযুল আজীম, আবুল বাশার রিপন, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, এস এম দিদার হোসেন প্রমুখ। দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন তৌফিক আহমেদ।
বক্তারা স্বাধীনতার সংগ্রামে প্রথম ভিত্তিপ্রস্তর ভাষা আন্দোলন বলে জানিয়ে বলেন, বাংলা আজ সমগ্র বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা। একুশ আমাদের আত্ম পরিচয়ের অধিকার অর্জনের মাইল ফলক।
অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রূহের মাগফেরাত কামনা দোয়া করা হয়। এছাড়াও সম্প্রতি সিডনিতে নিহত দুই যুবক মাহাদী ও মোজাফ্ফরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইউসুফ শামীম ।