আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট’ সিডনিতে একটি রেজিস্টার্ড সামাজিক সংগঠন এবং তাঁরা দুই বৎসর যাবৎ কাজ করে আসছে। করোনা সংকটে এই সংগঠনটি নিজস্ব ও চ্যারেটি অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ।ইতোমধ্যে দেশের প্রায় ১৪টি জেলায় ত্রাণ বিতরণ করেছে। রমজান মাসে আরো দুটি জেলায় ত্রাণ বিতরণ করা হবে। কোভিড-১৯ ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় তাঁরা এ পর্যন্ত প্রায় ৯০০টা পরিবারকে সাপোর্ট করতে পেরেছে।রমজান শুরুর পূর্বে ১২৩১টা পরিবারকে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট খাবার বিতরণ করবে। আর প্রতিটি ফুড প্যাকই একটি পরিবারের জন্য পুরো রমজান মাস কভার করবে।ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, শেরপুর, ফুলপুর, মেহেরপুর, সিলেট, চট্রগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জ, লালমনির হাট, দিনাজপুর, নোয়াখালী, ঠাকুরগাঁ সহ ১৬টি জেলায় রমজানে ফুড প্যাক প্রদান করবে সংগঠনটি।

এই ফুড প্যাকে থাকবে ২০ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি লবণ, পেয়াজ দুই কেজি, মশুরি ডাল দুই কেজি, আলু তিন কেজি, ছোলা এক কেজি, মুরি এক কেজি। বিশেষ অনুরোধক্রমে প্রয়োজনীর পণ্যও বিতরণ করে থাকে তারা। বিধবা মহিলাদের ফুড প্যাকেট সাথে নগদ ১০০০ টাকাও দেওয়া হচ্ছে। সংগঠনটি প্রতিষ্ঠাতা তাহমিনা আহমেদ (তাজ মম) বলেন, ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট একটি স্বপ্ন, যার বাস্তবায়ণ আপনাদের সাহায্য ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। ’Silent Hands Support National Australia Bank BSB: 082 124 ACC: 323 457 451 BSB: 082 124 ACC: 323 464 723 BSB: 082 124 ACC: 323 472 088Swift Code: NATAAU3302SAll purpose account: BSB: 082124 Acc No: 766 634 920 Description: ……Australia SWIFT CODE: NATAAU3302S PayPal: info.silent.hands@gmail.com Bkash of Bangladesh: (Personal) 01613397176, 01729622447 Rocket: 01613397176 # silenthandssupport