আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিডনির লাকেম্বাতে শত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২৬ মার্চ
মঙ্গলবার স্থানীয় সময় ৬ টায় প্রায় শত লোক নিয়ে এই সঙ্গীত শুরু হয়। দেশপ্রেম ধারণ করে সিডনি প্রবাসী বাংলাদেশি ডব্লিউ রুবেল এ আয়োজন করেন।
সিডনির লাকেম্বাবাসী শুনলো বাঙালির প্রাণের সুর ও হৃদয়ের গভীরতম অনুভূতির সেই কথাগুলো। ১৯৭১ খ্রিস্টাব্দের ৩ মার্চ তারিখে পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ মার্চ, ঢাকা জাতীয় প্যারেড ময়দান একসঙ্গে ২৫৪,৫৩৭ জন জাতীয় সঙ্গীত গাওয়ায় মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ড করে। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে জাতীয় সংগীত গেয়েছেন।