আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: ২৪ মার্চ রবিবার সিডনির লাকেম্বাতে ‘বৈশাখী উৎসব’ পহেলা বৈশাখ ১৪২৬ পালন উপলক্ষে এক সাংবাদিক সভার আয়োজন করে। আগামী ১৪ এপ্রিল সিডনি লাকেম্বার রেলওয়ে প্যারেডে ক্ষুদে ব্যাবসায়ী সংগঠন ‘বাংলা টাউন অস্ট্রেলিয়া ইনক’ এর উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপন হবে।
সাংবাদিক সভায় আয়োজকরা জানান, গত বছর অর্ধবেলা অনুষ্ঠান হলেও এবার দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান অনাড়ম্বরভাবে হবে। লাকেম্বার রেলওয়ে প্যারেডের খুশবো রেষ্টুরেন্ট থেকে গ্রামীন চটপটি পর্যন্ত ২৪ ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকবে।
তারা বলেন, প্রতি বৎসর ১৪ এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হবে। লাকেম্বার বৈশাখী উৎসব শুরু হবে ভোর ৬:০০টায় সড়ক আল্পনার মধ্য দিয়ে। আর সকাল ১০:০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। পান্তা ইলিশের আয়োজনতো আছেই। রকমারি কাপড় ও খাবারের কিছু স্টল থাকবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পীদের নিয়ে। সবার সযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের ডিরেক্টর আবু রেজা আরেফিন ও তুষার খান, বাংলা বার্তার আসলাম মোল্লা, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম, নবধারার নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সাংবাদিক কাজী সুলতানা সিমি, সিডনি বাংলা ডটকম এর সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।