আবুল কালাম আজাদ খোকন, সিডনি অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ায় পহেলা বৈশাখ! বাঙ্গালির এক অবিচ্ছেদ আবেগ ও ভালোবাসার নাম। নতুন দিনের সূর্যোদয়ের সাথে সাথে পুরনো সব জরা গ্লানিকে মুছে হিংসা-বিদ্বেষ, হানাহানি টুটে নব চিন্তায় শুরু হয় আগামী দিনের পথচলা বাংলা নববর্ষ। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতি বিদায় জানিয়েছে ১৪২৫ বঙ্গাব্দকে।
১৪ এপ্রিল রবিবার সিডনির লাকেম্বাতে ‘বৈশাখী উৎসব’ পহেলা বৈশাখ ১৪২৬ পালন করে। বৈশাখী উৎসব উদযাপিত হয় সিডনি লাকেম্বার রেলওয়ে প্যারেডে ক্ষুদে ব্যাবসায়ী সংগঠন ‘বাংলা টাউন অস্ট্রেলিয়া ইনক’ এর উদ্যোগে। লাকেম্বার বৈশাখী উৎসব ভোর ৬:০০টায় সড়ক আল্পনার মধ্য দিয়ে এবং আর সকাল ১০:০০টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় স্থানীয় শিল্পীদের নিয়ে। পান্তা-ইলিশের আয়োজন তো ছিলই। রকমারি কাপড় ও খাবারের কিছু স্টল ছিল।
আয়োজকরা জানান, গত বছর অর্ধবেলা অনুষ্ঠান হলেও, এবার দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠান অনাড়ম্বরভাবে হয়েছে। ২৪ ঘন্টার জন্য রাস্তা বন্ধ ছিল লাকেম্বার রেলওয়ে প্যারেডের খুশবো রেস্টুরেন্ট থেকে গ্রামীন চটপটি পর্যন্ত। তাঁরা আরো বলেন, এখন থেকে প্রতি বৎসর ১৪এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হবে।