আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়াতে বড়দিন (Christmas Day) একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিতে অস্ট্রেলিয়ার গির্জা ও অভিজাত হোটেল রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয় বড়দিনের সাজে।
মানবশান্তি ও মানবকল্যাণই এই দিনের মূল কথা। প্রতিবারের মত এবারও সিডনির বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের শুভ বড় দিন পালন। দিনটি উপলক্ষ্যে অস্ট্রেলিয়াতে সরকারী ছুটির দিন ছিল। এই দিনে একে অপরকে উপহার দেয়, বিশেষ খাবার তৈরি করে এবং বছরের এই সময়ে তাদের ঘর সাজাইয়া রাখে। ক্রিসমাস সাজসজ্জার মধ্যে রয়েছে ক্রিসমাস ট্রি, মোমবাতি বা ছোট ইলেকট্রিক লাইট, গ্লাস বাবুলস, এবং স্যান্টাক্লজের সাজ ইত্যাদি।
ক্রিসমাস দিবসে, শিশুরা সনাতন চিত্র সান্টা ক্লাউসের কাছ থেকে সংগ্রহের বা ক্রিসমাসের গাছের মধ্যে উপহার গ্রহণের আশা করে। এ সময় সমস্ত স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ব্যবসা এবং অনেক দোকান ক্রিসমাস ডে বন্ধ করা হয়।