প্রবাস মেলা ডেস্ক: ২৩ জুলাই ২০২২ রাতে সিডনির প্রেষ্ঠনের প্যাভিলিয়ন হলে বার্ষিক পিঠা উৎসব ও হিম আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবের আয়োজক অস্ট্রেলিয়ার কোয়ান্টাসের ইন্জিনিয়াররা।
এই গেট টুগেদারে অন্যান্য অতিথিরাও আমন্ত্রিত ছিল। সুস্বাদু ডিনারের পর রকমারী পিঠা পরিবেশন করা হয়েছে টেবিলে। বিভিন্ন প্রকারের পিঠার মধ্যে ছিল চিতই, মুখ পাকন, ভাঁপা, ভাজা কুলি, ভাঁপা কুলি, পাটি সাপটা, ফুলঝুরি, কেক, নারকেলের নাড়ু এবং আরো কিছু বাহারী পিঠা।
পিঠা উৎসবের আয়োজকদের একজন ইন্জি: আব্দুল কাইউম জানান, বাঙ্গালি সাংস্কৃতিকে তুলে ধরতে আমাদের এই আয়োজন। আশা করি আগামী বছরগুলোতেও আয়োজনের ধারাবাহিকতা রাখতে পারবো।