আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: কিছুদিন বিরতির পর আবারো সংগীতের মাঝে ফিরলো অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড দল ‘এইট নোটস’। অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি সিডনিতে এই ব্যান্ড দলের উদ্যোগে কনসার্ট অনুষ্ঠিত হবে ।
তিনজন সদস্য নিয়ে ২০১০ সালে ‘এইট নোটস’ ব্যান্ডের যাত্রা শুরু। এরা হলেন সামিউল কবির (কি-বোর্ড), আসিফ হায়দার (লিড গিটারিস্ট ও সহকারী ভোকাল) ও মোসাব্বির হোসেন (তবলা ও পাক্রারশন)। পরে আরো তিনজন সদস্য যুক্ত হয় ভোকালে রাহাত শান্তনু (২০১৬), বেস গিটারে পায়েল (২০১৬), ড্রামে শাম আরেফিন (২০১১) সালে। বর্তমান এই দলের সদস্য সংখ্যা ৬ জন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছে ‘এইট নোটস’। অনুষ্ঠানে তারা ছয়টি মৌলিক গানসহ আধুনিক, ব্যান্ড ও বারী সিদ্দিকীর গান পরিবেশন করবে। সিডনির গ্রেন্ডফিল্ড কমিউনিটি হলে এই ব্যান্ডের পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
আয়োজক সামিউল কবির জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র এইট নোটস ব্যান্ডই এখন পর্যন্ত এককভাবে সিডনি ইউএনএসডব্লিউ (সাইন্স থিয়েটার) শো এর আয়োজন ও পারফরমেন্স করেছে।