আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সিডনিতে সংগীতসন্ধ্যায় শিল্পীদের কণ্ঠে একের পর এক মাইলস ব্যান্ড ও অর্ণবের গান। দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড়। ১৯ অক্টোবর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটার হল।
নানা শ্রেণি–পেশার মানুষ ছুটে আসেন এই জনপ্রিয় ব্যান্ডের গান শুনতে। সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ এর আয়োজনে ‘মিউজিক ফেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন এনামুল হক, ফয়সাল আজাদ ও মিরাজ হোসেন।
‘মাইলস’ ব্যান্ডের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় জাকজমক কনসার্ট করেন দেশে ও বিদেশে। তাঁদের চল্লিশ বছর পূর্তির উদযাপনের যাত্রা শুরু করেন ২১ জুন এবং ২৭ ডিসেম্বর গালা নাইটের মাধ্যমে আয়োজন সম্পন্ন করবেন। এই উপলক্ষে তাঁরা এ পর্যন্ত ২৫টা সিটিতে কনসার্ট করেছেন।
প্রসঙ্গত, মাইলস ১৯৭৯ সালে যাত্রা শুরু করেন। তাঁদের বর্তমান সদস্য সংখ্যা ৫ জন যথাক্রমে আছেন শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল।
অর্ণব একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক এবং তিনি ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ড গঠন করেন। চাইনা ভাবিস বাংলাদেশী সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী অর্ণবের প্রথম একক স্টুডিও অ্যালবাম।
মিউজিক ফেস্ট এর আয়োজক এনামুল হক বলেন, ‘প্রবাসী বাঙালিদের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখেছি তাতে আমরা সত্যি অভিভূত। আমি মনে করি প্রত্যাশার চেয়েও আমরা বেশি সফল’।
ফয়সাল আজাদ বলেন, ‘আমাদের খুবই ভালো লাগছে যে, মিউজিক ফেস্টটি আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি, এ জন্য বিপুল দর্শক ও শিল্পীদেরকে ধন্যবাদ জানাচ্ছি’।
মিরাজ হোসেন বলেন, ‘ভবিষ্যতে আরও বড় আয়োজন করার চিন্তাভাবনা রয়েছে’। গানের সুরের মূর্ছনায় দর্শক–শ্রোতা মুগ্ধ হন। দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেছেন মিউজিক ফেস্ট অনুষ্ঠানটি। শিল্পী অর্ণব ও সাফিন আহমেদসহ মাইলস ব্যান্ডের সকল কলাকুশলীরা সিডনির দর্শক সমাগম ও উৎসাহ দেখে আনন্দিত হয়েছেন।